স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর: কৃষকরা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন, কৃষকদের সেই সমস্যা সমাধানে উদ্যোগী না হয়ে পশ্চিমবঙ্গে এসে দলবাজি করার পাশাপাশি উত্যক্ত করার চেষ্টা করছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।” এই মন্তব্য করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।
লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়ের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর রাজ্য সফর নিয়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে সোমবার রায়গঞ্জে এমন মন্তব্য করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তোপ দাগলেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অন্যতম কো-অর্ডিনেটর মুশাররফ হোসেন।
বিজেপি মিথ্যাচার করে বাংলায় রাজনীতি করছে। বিজেপির কর্মীরা আত্মহত্যা করলেই তা রাজনৈতিক খুন বলে দাবি করা হচ্ছ্র। মানুষ এসব রাজনীতি বুঝে গিয়েছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর ভরসা ও আস্থা রেখে রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করবে। সোমবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এমন বক্তব্যই রাখলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র সন্দীপ বিশ্বাস।