সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুন: করোনা আবহে দলীয় লোগো লাগানো মাস্ক পরে রাজনীতি করছে বিজেপি, এই ভাবেই তোপ দাগলেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান অনুষ্ঠানে সরাসরি বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে আক্রমণ করেন তিনি। সভাধিপতি বলেন, ‘এই সময় কোনোরকম ইচ্ছা না থাকলেও বিজেপি যে ভাবে নগর রাজনীতি করছে করোনা নিয়ে তার পাল্টা মাত্র দলে ধারাবাহিক যোগদান পর্ব। বিজেপি রাজনীতি করবে না বলছে এদিকে দিলীপ ঘোষ দলের লোগো লাগানো মাস্ক পরে ঘুরছেন। তা হলে কে রাজনীতি করছে?
আমাদের নেত্রী তথা দল মাঠে নেমে কাজ করছে তবুও কিছু রাজনৈতিক দল রাজনীতি করছে সোশ্যাল মিডিয়ায় বিকৃতি করে ও বিভ্রান্তকর পোস্ট করে।’
পুরুলিয়া জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব অব্যাহত রয়েছে। এদিন বাঘমুন্ডি থানার বাড়েরিয়া ময়দানে ঝালদা ১ ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের হেঁশেল সংসদের বিজেপি সদস্য মহাবীর কুইরি বাইশ জন কর্মী সমর্থক সহ সত্তরটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত মাহাতো।
যোগদান করি বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর কুইরি জানান, ‘বিজেপি থেকে কোনো সুযোগ সুবিধা তথা গ্রামের কোনো উন্নয়ন করতে পারছি না। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কোনও রকম এলাকার উন্নয়ন করার উদ্যোগ নেই। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আজ তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলাম। ‘