২০২১ এর লক্ষ্যে এপ্রিলেই বুথ ভিত্তিক সম্মেলন শুরু করছে বঙ্গ বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: ২০২১ এর লক্ষ্যে এপ্রিল মাসের মধ্যে জেলা সভাপতিদের বুথ ভিত্তিক সম্মেলন করার নির্দেশ দিল রাজ্য বিজেপি। শুক্রবার মহারাষ্ট্র ভবনে দলের বৈঠকে জেলা সভাপতিদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। বৈঠকে জেলা সভাপতিদের বলা হয়েছে দায়সারা ভাবে বুথ ভিত্তিক সম্মেলন করলে চলবে না। বুথের দলীয় নেতাদের ছবি সহ ফোন নাম্বার রাজ্য দফতরে পাঠাতে হবে। এমনকি বুথ কমিটির পূর্ণাঙ্গ তালিকাও মুরলিধর সেন লেনে পাঠাতে হবে জেলাসভাপতিদের। জেলার থেকে আসা বুথ কমিটি তারপর রাজ্য নেতৃত্ব তা যাচাই করবে। প্রতিটা বুথে সবধরনের মানুষকে বুথ কমিটিতে রাখতে হবে। শুধুমাত্র নিজের পছন্দের মানুষকে কমিটিতে রাখা চলবে না। পুরসভা নিয়ে এদিনের জেলা নেতাদের বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

বুথকমিটিতে মহিলা ও যুবসংগঠনের প্রতিনিধিদের রাখার কথা মহারাষ্ট্র নিবাসের বৈঠকে বলা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ভালো করেই জানান ২০২১ লড়াই খুব কঠিন। তার আগে দলকে বুথ ভিত্তিক ভাবে চাঙ্গা না করতে পারলে বিধানসভা ভোটে সাফল্যের মুখ দেখা বেশ কঠিন। সেইজন্য এদিনের বৈঠক থেকেই বুথভিত্তিক দলকে চাঙ্গা করার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য বিজেপি। তবে সামনেই পুরভোট। পুরভোটের মধ্যে এমন বুথ ভিত্তিক সম্মেলন নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাজ্য নেতাদের একাংশ বলছে পুরসভার ভোট আছে এমন বুথকে ছাড় দেবে দল। ভোট মিটলেই সেইসব বুথের সম্মেলন হবে বলে জানিয়েছে কয়েকজন রাজ্য নেতা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here