তিনটির দু’টিতেই এগিয়ে তৃণমূল, একটিতে বিজেপি

আমাদের ভারত, ২৮ নভেম্বর: খড়্গপুর এবং করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল। সকালে গননা শুরু হওয়ার পর থেকেই কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন এবং করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল।
খড়্গপুরে প্রথম রাউন্ডে এগিয়ে ছিল বাম কংগ্রেস জোট। কিন্তু তৃতীয় রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। পরে পঞ্চম রাউন্ডে তৃণমূল এগিয়ে যায়।

প্রতিমুহূর্তের আপডেট দেখতে নজর রাখুন:
সকাল ১০টা
খড়্গপুর
…………………………
তৃণমূল এগিয়ে

করিমপুর
………………………….
তৃণমূল এগিয়ে

কালিয়াগঞ্জ
…………………………..
বিজেপি এগিয়ে

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here