দিলীপ ঘোষের গ্রাম কুলিয়ানাতে বিজেপি প্রধানের পদ থেকে ইস্তফা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২১ সেপ্টেম্বর: দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত হওয়ার চব্বিশ ঘন্টা কাটতেই তাঁর অঞ্চলে বিজেপির সাংগঠনিক অবস্থা টালমাটাল হয়ে উঠল। পদত্যাগ করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির জন্মস্থান তথা গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা ৪ নম্বর অঞ্চলের বিজেপি প্রধান। এদিন কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলের প্রধান হীরামণি মুর্মু প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার সময় একরাস ক্ষোভ উগরে দিয়েছেন নিজের দল বিজেপির বিরুদ্ধে। হীরামণি মুর্মু বলেন, প্রধান পদে নির্বাচিত হওয়ায় পর থেকেই দলের একদল সমস্ত কাজে বাধা দিতে থাকেন। কোনও কাজ সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় না তাই এই পদত্যাগ।

তবে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনের মধ্যে ৮ টি দখল করে বিজেপি। তৃণমূল পায় একটি এবং নির্দল একটি। কিন্তু ক’দিন আগে বিজেপির কয়েকজন পঞ্চায়েত সদস্য গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিওর কাছে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। আর ব্লকের অনাস্থা সভা হওয়ার আগেই পঞ্চায়েত প্রধান হীরামণি মুর্মু পদত্যাগ করলেন। বিজেপি প্রধানের এভাবে পদত্যাগ এবং দলের একাংশের উপর ক্ষোভ প্রকাশ নিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি একপ্রকার সরগরম হয়ে উঠছে। অভিজ্ঞ মহলের মতে বিধানসভা ভোট থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রাম পঞ্চায়েতে বিজেপির সাংগঠনিক অবস্থা খারাপ হয়েছে। যার প্রতিফলন ঘটল গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ করার মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *