ধর্ষণের ঘটনা রাজ্যে ক্রমেই বাড়ছে, অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ ডিসেম্বর:
রাজ্যে ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করে বলেন, চলতি মাসেই মালদহ গণধর্ষণ, ডায়মন্ড হারবার ও কালিঘাটের মতো জায়গাতে গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। কলকাতা সহ রাজ্যে এই ঘটনা কমাতে পুলিশ প্রশাসনের আরও বেশি সক্রিয় হওয়া দরকার বলে মনে করেন তিনি। তার সঙ্গে মালদহ গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীকেও অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন বিজেপি নেত্রী।

যদিও বুধবার মালদহ গণধর্ষণ কাণ্ডে যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এটাই যথেষ্ট নয় বলেই মনে করেন অগ্নিমিত্রা পাল। এদিন যাদবপুর থেকে রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেল ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে একটি মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন বঙ্গ বিজেপির বুদ্ধিজীবী সেলের বেঙ্গলি ইনটেলেকচ্যুয়াল সোসাইটি। কলকাতার রাস্তায় আরো বেশি করে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবিতেও সরব হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। তার সঙ্গে কলকাতায় রাতের শহরে বাড়তি পুলিশি নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here