মোদীর জনতা কারফিউ’র ডাক সমর্থন করতে রাজ্যের মানুষের কাছে আবেদন অর্জুন সিং সহ বিজেপি নেতাদের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ:
প্রধানমন্ত্রীর ঘোষণার পর জনতা কারফিউ পালন করতে তৎপর হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চ্যাটার্জি ট্যুইট করে, সুস্থ সমাজ গড়তে জনতার কারফিউ পালন করতে রাজ্যবাসীকে আবেদন করেছেন। আগামী রবিবার সারা দেশের মানুষকে জনতা কারফিউ পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাতটার পর দেশের মানুষকে গৃহবন্দি থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশের পরেই রাজ্য বিজেপির কর্মী ও রাজ্যের মানুষের কাছে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বিজেপি নেতা সুব্রত চ্যাটার্জি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আবেদনে রাজ্যবাসীকে জনতার কারফিউ পালন করতে আহ্বান জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি ট্যুইট করে ব্যারাকপুরবাসী তথা রাজ্যবাসীর কাছে এই আবেদন জানান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here