পুরুলিয়ার কাশীপুরে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিধায়কের

সাথী দাস, পুরুলিয়া, ২ জানুয়ারি: পিকনিক করতে গিয়ে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুরে।  পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন কাশীপুর বিধানসভা এলাকার বিজেপির আইনি সেলের আহ্বায়ক আক্রান্ত শুভদীপ পরামানিক বলেন, “১ জানুয়ারি কাশীপুরের যোগমায়া সরোবরে পরিবারের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে বিধায়ক তার ভাইপো ও পোষ্য দুষ্কৃতীদের নিয়ে চড়াও হন। বিধায়ক আমার জামা ছিঁড়ে চশমা ভেঙ্গে দেন। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। দুষ্কৃতীরা আমাকে মারধর করে।” স্থানীয় থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে বলে জানিয়েছেন পেশায় কলকাতা উচ্চ আদালতের আইনজীবী আক্রান্ত শুভদীপ। এই ব্যাপারে থানার মেলে একটি অভিযোগ পত্র পাঠিয়েছেন তিনি। পুলিশ সহযোগিতা না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা শুভদীপ।

কাশিপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। পুরো ঘটনা সাজানো বলে দাবি করে তৃণমূল বিধায়ক বলেন, “পুরো ঘটনা সাজানো রটানো। তারা মানুষের উন্নয়ন চান না। কাশীপুরের মতো জায়গায় পর্যটকরা আসছেন সেটা তারা মেনে নিতে পারছেন না। তাই সকলের মধ্যে ভয়ের বারাতারণ তৈরির জন্য এই ঘটনা সাজিয়েছে তারা। শুভদীপ পরামানিককে সবাই ভালোভাবে চেনেন। তিনি আগেও অনেক দাঙ্গা লাগানোর কাজে যুক্ত ছিলেন। কাল তারাই আমাদের কিছু তৃণমূল কর্মীর উপর আক্রমন চালিয়েছে। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আমি এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here