পুরভোটে বিশিষ্টদের প্রার্থী করার জন্য জেলা সভাপতিদের নির্দেশ বিজেপি নেতা বিএল সন্তোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ:
পুরভোটে বিশিষ্টদের প্রার্থী করতে নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিএল সন্তোষ। রবিবার কলকাতায় দলের আইসিসিআর-এ বিজেপির জেলা ও রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করেন। বিএল সন্তোষ সেই বৈঠকেই রাজ্যের পুরনির্বাচন প্রার্থী বাছাই নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বৈঠকে বলেন, আগামী সাতদিনের মধ্যে জেলা সভাপতিদের পুরনির্বাচনের প্রার্থী তালিকা পাঠাতে হবে। তার মধ্যে সমাজের সর্বস্তরের মানুষকে প্রার্থী করতে বলা হয়েছে। তবে দলীয় নেতাদের প্রার্থী করার আগে স্বচ্ছভাবমূর্তি থাকার উপর নজর দিতে বলেছেন সর্বভারতীয় বিজেপির সাংগাঠনিক সম্পাদক। এছাড়াও জেলায় জেলায় দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন সর্বভারতীয় এই বিজেপি নেতা। তিনি বৈঠকে জানান, যেভাবে হোক পুরনির্বাচনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করলেই পুরভোটে দলের ভালো হবে বলে জানান বিএল সন্তোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here