বিডিওকে হুঁশিয়ারি বীরভূমের বিজেপি নেতার

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ ডিসেম্বর: এবার বিডিওকে কান ধরে উঠবস করানোর হুমকি দিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি নিপুল ব্যাপারী। মঙ্গলবার বীরভূমের মযয়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

এদিন বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন নীপুল ব্যাপারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কৃষকদের কাছ থেকে ধান কিনে নিন। কিংবা তাদের হাতে প্রয়োজনীয় কুপন ধরিয়ে দিন। কৃষকদের কাছ থেকে অভাবী ধান না কিনে তাদের ফোদের কাছে ধান বিক্রি করতে বাধ্য করবেন না। তা না হলে আপনাকে একজন সরকারি কর্মচারী হিসেবে সব দুর্নীতির হিসাব করায়গণ্ডায় দিতে হবে। আর দুর্নীতি ধরা পড়লে হিঙ্গলগঞ্জের প্রধানের মতো কান ধরে ওঠবস করাবে জনগণ। কারণ হিঙ্গলগঞ্জের প্রধান আমফানের টাকা তার পরিবারের ১৫ জনের নামে বরাদ্দ করেছিলেন। ধরা পড়ার পর জনগণ তাকে কানধরে ওঠবস করিয়েছিল। সেই কাজ আপনি করবেন না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here