
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
হোলিতে রংয়ের প্রভাব না থাকলেও রঙিন মিষ্টি বিতরণ করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্য বিজেপির নেতারা। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরের সামনে বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন রাজ্য বিজেপির নেতারা। দলের সাধারণ সম্পাদক প্রত্যাপ ব্যানার্জি ও জাতীয় পরিষদের সদস্য জয় ব্যানার্জি মুরলিধর সেন লেনে মিষ্টি বিতরণ করেন। প্রথমে দলের রাজ্য সদর দফতরে দলীয় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করে হোলির শুভেচ্ছা জানান রাজ্য বাজেপির দুই নেতা। তারপর তারা সাধারণ মানুষের মধ্যে বাঙালির প্রিয় মিষ্টি বিতরণ করেন।
দলের নেতা নারায়ণ চ্যাটার্জি বলেন, আগে দলের প্রিয় নেতা নরেন্দ্র মোদীকে প্রতিকী মিষ্টি খাওয়ানো হয়েছে। তারপর সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে রাজ্য বিজেপি শুভেচ্ছা জাননিয়েছে। প্রধানমন্ত্রীর কথা মতোই বিজেপি এবার হোলি উৎসবে রংয়ের বাড়বাড়ন্ত রাখেনি। কিন্তু মিষ্টি খাইয়ে মানুষের সঙ্গে হোলির শুভেচ্ছা বিনিময় করতে পিছুপা হয়নি বলে জানান বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি।