সুশান্ত ঘোষ, গোবরডাঙ্গা, ২২ নভেম্বর: মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় মহিলা মোর্চার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছল করে। গোবরডাঙ্গা স্টেশন থেকে মিছিল শুরু করে গোবারডাঙা শহর ঘুরে ১৫নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়ির লোকজনদের উদ্দেশ্যে প্ল্যাকার্ড লিখে জানায়, “বাড়ির লোক আপনি শুনুন, আপনার ষাঁড় বেঁধে রাখুন।”
গোবরডাঙ্গার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শর্মিষ্ঠাবালা রায়ের অভিযোগ, গোবরডাঙ্গা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতা এই ওয়ার্ডের মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করছে। সরকারি সাহায্য চাইতে গেলেই কুপ্রস্তাব দিচ্ছে। এই আচরণ তাঁর এক দিনের নয়। বহু মহিলার অসন্মান করেছেন। এর আগেও বিভিন্ন সময়ে তাঁর নামে এমনই অভিযোগ উঠে এসেছে। এমন চলতে থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শর্মিষ্ঠাবালা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার বিশবনাথ চক্রবর্তী।