সোজা বাংলায় অভিষেক ব্যানার্জির খোঁজ দিতে পারলে পুরস্কার দেবেন বিজেপি নেতা কাসেম আলি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জুলাই: সোজা বাংলায় অভিষেক ব্যানার্জির খোঁজ নিয়ে পুরস্কার ঘোষনা করলেন কাসেম আলি। তিনি বলেন, করোনার সময় মানুষ অসহায়। স্বাস্থ্য পরিষেবা লাটে উঠেছে। অথচ মুখ্যমন্ত্রীর ভাইপোর ডায়মন্ডহারবারে দেখানেই। ডায়মন্ডহারবারের কোভিড হাসাপতালের কোনও পরিকাঠামো নেই। মানুষ টাকার অভাবে কলকাতায় চিকিৎসা করাতে আসতে পারছেন না। কিন্তুু অসময়ে সাংসদ এলকায় কতবার গিয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন কাসেম আলি।

মগরহাট, ক্যানিং, ভাঙর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃর্ন জায়গায় গরিব সংখ্যালঘুরা রয়েছেন। তাদের জন্য তৃণমূলের দ্বিতীয় নেতা কিছুই করছেন না। সংক্রমনের ভয়েই নিজেই কালিঘাটের বাড়িতে লুকিয়ে রয়েছেন। রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করতে দেখা যায়নি। অভিষেক ব্যানার্জি নিজের সংসদীয় এলাকায় কমিউনিটি কিচেন করেছিলেন। তাও বন্ধ রয়েছে বলে অভিযোগ কাসেম আলির।

তাঁর অভিযোগ, আমফানের তান্ডবের পরেও অভিষেক ব্যানার্জির এলাকায় খোঁজ পাওয়া যায়নি। মানুষ তার মুখ দেখতে চাইছেন। তাঁকে জনসমক্ষে আসার জন্য পরামর্শ দিলেন বিজেপির মাইরিটি মোর্চার রাজ্য সম্পাদক।
তার নিখোঁজের মধ্যে যখন মাইনরিটি মোর্চার সদস্যরা কাজ করছে তখন পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে বলে অভিযোগ কাসেম আলির। কিন্তুু রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার সদস্যদের মিথ্যে মামলা দিয়ে রোখা যাবে না। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ব্যানার্জি কোম্পানিকে সরাসরি মানুষ বিদায় দেবে বলে জানান কাসেম আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *