
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ :
রাজ্যের ডাকা লকডাউন মানুষকে সমর্থন করতে আর্জি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, লকডাউনে আমি রাজ্যের মানুষকে সমর্থন করে ঘরবন্দি থাকার আবেদন করছি। কোনও মানুষ একদিন অযথা ঘরের বাইরে যাবেন না। একমাত্র ঘরবন্দি হলেই এইরোগ আটকানো যেতে পারে। সামাজিক যোগাযোগ মানুষের বন্ধ হলেই করোনা আটকানো সম্ভব বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। সোমবার বিকেলে গিরিশপার্কে তিনি এইকথা বলেন। করোনার সক্রমন থেকে বাঁচতে মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন তিনি। সেইসঙ্গে সাধারণ মানুষকে বারবার হাত ধোয়ার পরামর্শ দিলেন তিনি। কিভাবে হাত ধুতে হবে তাও সাধারণ মানুষকে দেখান বিজেপির এই কেন্দ্রীয় নেতা।
নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আবেদন জানাই।
কোন খবরের ক্ষেত্রে বলছেন,সেটা জানালে সুবিধা হয়। ধন্যবা।