
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১ জুন:
সরকারি সাহায্য মেলেনি। ত্রাণ ও ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েতে পঞ্চায়েতে চলছে বিক্ষোভ, ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে রাজনীতি। অনাহার আর খোলা আকাশের নিচে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা স্বপন মজুমদার।
রবিবার উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমার গোপালনগর থানার চৌবেড়িয়া ১, চৌবেড়িয়া ২, ডুমা ও রামনগর অঞ্চলে বেশ কিছু ত্রিপল ও প্রায় ১৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিলি করেন বিজেপি নেতা স্বপন মজুমদার। এদিন ত্রাণ শিবিরে আসেন বিজেপি সাংসাদ শান্তনু ঠাকুর। স্বপনবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সাংসদ শান্তনু ঠাকুর বলেন, একদিকে করোনার জেরে লকডাউন। তার উপরে আমফান আর কালবৈশাখীতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পঞ্চায়েত থেকেও কোনও সাহায্য মিলছে না। কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল,নগম নিয়েও চলছে দুর্নীতি। কেন্দ্রীয় সরকারের দেওয়া ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে নিজেরাই ভাগাভাগি করছে বলে অভিযোগ করেন সাংসদ শান্তনু ঠাকুর। স্বপনবাবুর এলাকায় জনপ্রিয়তা যথেষ্ট। ২০১৬ সালে তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। বুথ দখলের কারণে মাত্র কয়েকশো ভোটে পরাজিত হয়। তবুও তিনি থেমে থাকেননি। পরাজয়কে হাঁসি মুখে মেনে নিয়ে ফের মানুষের হয়েই কাজ করে চলেছেন।
স্বপনবাবু বলেন, আমাদের বাংলায় এমন অনেক মানুষ আছেন যাদের এখনও রেশনকার্ড হয়নি। সরকার নির্দেশ দিলেও তারা রেশন থেকে বঞ্চিত। উদ্বাস্তু ও মতুয়া ভক্তরা যাতে অভুক্ত না থাকে সেই কথা মাথায় রেখে আমার এই সামান্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া।