সরকারি হোমে যৌন নির্যাতনের প্রতিবাদ আন্দোলন ঠেকাতে পুরুলিয়ায় বিজেপি নেত্রীকে থানায় আটকে রাখার অভিযোগ, সরব গেরুয়া শিবির

সাথে দাস, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: সরকারি হোমে কিশোরীদের যৌন নির্যাতনের প্রতিবাদ আন্দোলন ঠেকাতে বিজেপি নেত্রীকে থানায় আটকে রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আজকের এই ঘটনার তীব্র প্রতিবাদ করে পুরুলিয়া সদর থানার সামনে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি। পুরুলিয়ার আনন্দ মঠ সরকারি হোমে কিশোরী তরুণী আবাসিকদের উপর যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় হয় পুরুলিয়া। এই নিয়ে এমনিতেই অস্বস্তিতে পড়ে যায় প্রশাসন। প্রশাসনের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে এমনই অভিযোগে সরব হয় বিজেপি।

এই নিয়ে আজ জেলা শাসকের দফতরের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। দুপুরের দিকে এই কর্মসূচি শুরুর আগেই বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জিকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। এই অভিযোগে, সদর থানার সামনে বসে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা। তাঁদের সাথ দেন বিজেপি নেতা কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। চার ঘণ্টা থানায় আটকে রাখার পর বিজেপি নেত্রী কাবেরীকে বিকেল চারটার পর ছেড়ে দেয় পুলিশ।

থানা থেকে বেড়িয়ে কাবেরী বলেন,”সরকারি হোমের ঘটনা নিয়ে আন্দোলন ঠেকাতে তৎপর ছিল পুলিশ। পুলিশের দাবি তেমন কিছু ঘটেনি হোমে। তাই, আমাদের ওই বিষয়ে কোনও কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু এটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কাজেই এটা আমরা ছেড়ে দেব না। আরও বড় আন্দোলন করে জনসমক্ষে তুলে ধরব।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here