
আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মার্চ: তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। বুধবার রাতের সংঘর্ষে দু’পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী সৌমেন সরকার। গুরুতর আহত অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় নৈহাটি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে তথা যুব তৃণমূল নেতা অভিজিত চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তাদের নেত্রী শম্পা সরকারের স্বামী সুমি সরকারকে বেধড়ক পেটায় অভিজিৎ ও তার বাহিনী। তবে, তার বিরুদ্ধেও পালটা অভিযোগ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, নৈহাটির নদীয়া জুটমিলের গেস্টহাউসের সামনে বিজেপি নেত্রীর স্বামী অভিজিতকে দেখে গালিগালাজ করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়।
মারের চোটে বিজেপি নেত্রীর স্বামীর মাথা ও মুখ ফেটেছে এবং হাত ভেঙ্গেছে। মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত বিজেপি নেত্রীর স্বামীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। বিজেপির অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে তথা যুব তৃণমূল নেতা অভিজিত চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে।