প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শঙ্খ, কাঁসর বাজালেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ রাজ্য বিজেপি নেতারা

আমাদের ভারত, কলকাতা, ২২ মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশের চিকিৎসকরা নিজের জীবনকে বাজি রেখে আক্রান্তদের চিকিৎসা করছে। তাদের সাহায্য করছে নার্স ও হাসপাতালের কর্মীরা। সেই সমস্ত সেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানাতে বিকেল পাঁচটায় সাধারণ মানুষকে কাঁসর, ঘন্টা বাজাতে। প্রধানমন্ত্রীর আবেদনে বিকেল পাঁচটায় সল্টলেকে নিজের বাড়িতে শাঁখ বাজালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের বাড়ির ব্যালকনিতে হাততালি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জিও বাড়িতে কাঁসর বাজিয়েছেন।

তবে এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, শুধু বিজেপি নেতারা নয়, রাজ্যের সাধারণ মানুষ সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যারা দিনরাত পরিশ্রম করে আক্রান্তদের বাঁচাবার চেষ্টা করছেন তাদের ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য। সাধারণ মানুষের সঙ্গে রাজ্য বিজেপি নেতারা সেই কর্তব্য পালন করেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here