পুরুলিয়ায় বাঘমুন্ডির বিজেপির একাধিক কার্যকর্তা তৃণমূলের পতাকা ধরলেন

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১২ জুলাই:  সমর্থিত পরিবারের দলে যোগদান করানো নয় এবার বিজেপির সংগঠন ভাঙতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার, বাঘমুন্ডি বিধানসভার বীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের জিলিং বুথ এর বিজেপি থেকে ৭২টি পরিবার ও জাতীয় কংগ্রেস থেকে ১৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল।

এর মধ্যে বিজেপির বাঘমুন্ডি মণ্ডল কমিটির সহ সভাপতি(জেড পি ১৫) বিকাশ গোপ, জিলিং এর বুথ সভাপতি কৈলাশ গোপ, সম্পাদক রাজেন গোপ ও বীরগ্রাম ২ বুথের বিজেপি সভাপতি হীরা রজক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এছাড়া জাতীয় কংগ্রেসের জিলিং বুথের ক্ষিতিশ চন্দ্র মাহাতো সহ অনেকেই তৃণমূলে যোগ দেন। এই দাবি করে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুশান্ত মাহাতো জানান, ‘বিজেপির সংগঠকরা ও বুঝতে পারছেন পদ্ম শিবিরে থেকে মানুষের কাজ করা যায় না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সংগঠন ধরে রাখা যায় না। তাই জনস্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি পদাধিকারীরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *