পুরুলিয়ার পাড়ায় পদাধিকারীদের দলীয় পতাকা ধরিয়ে বিজেপির সংগঠন দুর্বল করতে উদ্যোগী তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: পাড়া বিধানসভা কেন্দ্রে পদাধিকারীদের দলীয় পতাকা ধরিয়ে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল করতে উদ্যোগী হল তৃণমূল। রবিবার, পুরুলিয়া জেলার ওই বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুর ২ ব্লকের জোরাডি অঞ্চলে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ, অঞ্চল আহ্বায়ক, স্থানীয় মন্ডল সম্পাদক সহ ৩২টি পরিবার তৃণমূলে যোগ দিলেন। স্থানীয় তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

পাড়া তৃণমূল দলীয় কার্যালয়ে এদিন যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। স্থানীয় তৃণমূল নেতা স্বপন মাহাতা দাবি করে বলেন, ‘রঘুনাথপুর ২  ব্লকের  বিজেপির সংগঠক ও সদস্য সমর্থকরা তাঁদের দলের নির্বাচিত জনপ্রতিধিদের কাজে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। অনৈতিক কাজের প্রতিবাদ করেও কাজ না হওয়ায় আমাদের দলে যোগ দিচ্ছেন’।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here