
আমাদের ভারত, ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতৃবৃন্দ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফেসবুকে লিখেছেন, “সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্ম দিবসে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। টুইটারে তিনি লিখেছেন, “আজকের দিনটিকে শুধু জনজাতীয় দিবস রূপে ঘোষণা করেই থেমে থাকেনি কেন্দ্রীয় সরকার, বরং আদিবাসীদের সমাজের উন্নয়নের জন্য শুরু করেছে একাধিক প্রকল্প, যার লাভ পাচ্ছেন আদিবাসী সমাজের প্রান্তিক মানুষেরাও। আদিবাসীদের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর।
বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী লিখেছেন, “ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ‘জনজাতীয় গৌরব দিবস’-এ সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
ভগবান বিরসা মুন্ডার দেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ যোগদান দেশ সর্বদা মনে রাখবে। “ভগবান বিরসা মুন্ডা জিতকার”।
বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আহলুওয়ালিয়া লিখেছেন, “সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।“
মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু লিখেছেন, “নির্ভীক স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক, আদিবাসী বীর শহীদ ভগবান বিরসা মুন্ডার ১৪৭ তম শুভ জন্মজয়ন্তীতে আন্তরিক জাতিয়তাবাদী কৃতজ্ঞতা জানাই।“
ত্রিপুরার বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) কিশোর বর্মণ লিখেছেন, “মহান স্বাধীনতা সংগ্রামী, যিনি জনজাতি মুন্ডা সমাজকে অত্যাচার থেকে মুক্তির জন্য একত্রিত করেছিলেন এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের চেতনা জাগিয়েছিলেন সেই ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সকলকে জনজাতীয় গৌরব দিবসের আন্তরিক শুভেচ্ছা।“
ভাটপাড়ার বিধায়ক পবন সিং লিখেছেন, “মহান স্বাধীনতা সংগ্রামী জননায়ক ভগবান বিরসা মুন্ডা জিকে, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর জন্মবার্ষিকীতে শত শত প্রণাম। আদিবাসী গর্ব দিবসের শুভেচ্ছা।”