আমফান এবং করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে জগৎবল্লভপুরে বিজেপির স্মারকলিপি

আমাদের ভারত, হাওড়া, ৪ জুন: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে ও করোনা পরিস্থিতির মোকাবিলায় চাই আরও বেশি সক্রিয় সাহায্যের হাত।এইরকম চোদ্দ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুর বিডিওর কাছে স্মরকলিপি জমা দিল হাওড়া জেলা বিজেপি সংগঠন। এই আন্দোলনে নেতৃত্ব দেন হাওড়া জেলা বিজেপি সদর সভাপতি সুরজিত সাহা ও বিজেপি নেতা দেবজিত সরকার।

বিজেপি নেতৃত্বের দাবি, আমফানের জন্য হাওড়া জেলার অনেক মানুষই ক্ষতিগ্রস্ত। তাঁদের পাশে সরকারকে আরও বেশি সক্রিয়ভাবে থাকতে হবে।পাশাপাশি করোনা রোগের জন্য যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে তার গুণগত মান আরও বাড়াতে হবে। আর্ত মানুষদের চাল, ডাল সহ নানা খাদ্রসামগ্রী পৌঁছে দিতে হবে। যদি বিডিও এই দাবিগুলি পূরণে অতি সক্রিয় ব্যবস্থা না নেন তাহলে বিজেপি পরবর্তীকালে আরও বিহত্তর আন্দোলনে নামবে ও বিডিও অফিস ঘেরাও করবে বলে জানান তাঁরা।

তবে বিজেপির এই অভিযোগ অস্বিকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি মানুষের এই বিপদে রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে।সরকার যেভাবে এই জোড়া বিপর্যয় সামলাচ্ছে তা প্রশংসার যোগ্য। সাধারণ মানুষ এই পরিষেবা পেয়ে খুশি। বিজেপি সবেতে বিরোধিতা করে মিথ্যা অভিযোগ করছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ।

সোমিত্র খাঁর যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়া নিয়ে প্রাক্তন যুব সভাপতি দেবজিত সরকার বলেন, ওঁনার অভিজ্ঞতা রয়েছে। এর আগে উনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন সামলেছেন, এখন বিজেপির সামলাবেন। এর আগে ১৩জন যুব সভাপতি ছিলেন তাদেরও চলে যেতে হয়েছে। স্বাভাবিকভাবেই এখন সৌমিত্র খাঁ দায়িত্ব পেয়েছেন। আশা করি ভালোভাবে পালন করবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here