তৃণমূলের বিধায়করাই দিদির প্রতি বিশ্বাস হারিয়েছে, চার্লস নন্দী

আমাদের ভারত, ২৮ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রীরাই আর তাদের দলনেত্রী তথা মমতা ব্যানার্জির সরকারের প্রতি আর বিশ্বাস রাখতে পারছে না। এভাবেই শনিবার কলকাতার এক সভা থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি চার্লস নন্দী।

এদিন চার্লস নন্দী বলেন, তৃণমূলের বিধায়করাই এখন আর তাদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছে না। তাহলে বাংলার মানুষ আর কিভাবে তৃণমূল কংগ্রেস নামক দলের ওপর বিশ্বাস রাখতে পারে?

চার্লস নন্দী আরও কটাক্ষ করে বলেন, রাজ্য সরকারের সব মন্ত্রকেই বিপর্যয় নেমে এসেছে দিদির জন্য। এখন দিদি নিজের দলের ভিতরে আসা বিপর্যয় সামাল দিতে উঠে পড়ে লেগেছেন।

তিনি বলেন, রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, একের পর এক তৃণমূলের নেতারা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম বলিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করারা পর দলের এই আসন্ন বিপর্যয় সামাল দিতে দিদি কালীঘাটে একটি এমার্জেন্সি মিটিংও ডেকেছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here