পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার উপর চাপ তৈরি করতে রাজ্যপালের কাছে যাচ্ছেন বিজেপি বিধায়করা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ ফেব্রুয়ারি: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ও আইনশৃঙ্খলা নিয়ে মমতার উপর চাপ তৈরি করতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বিজেপি বিধায়করা। আগামী ১০ ফেব্রুয়ারি বিজেপি বিধায়করা রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করবেন। বিজেপির ১৪ জন বিধায়কই রাজ্যপালের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নালিশ জানাবেন বলে সূত্রের খবর।

সামনেই পুরভোট। যার ফলে রাজ্যের আইনশৃঙ্খার আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের বিজেপি বিধায়করা। তার সঙ্গে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিও জানাবেন বিজেপি বিধায়করা। রাজ্য পুলিশ দিয়ে পুরভোট কখনই সম্ভব নয়। আর পুরভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়ে হলে তা শান্তিপূর্ণ হবে না। সেইকারণে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর জন্য রাজ্যের উপর চাপ তৈরির কাজটা শুরু করে দিল রাজ্য বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here