আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ইসলামপুর এলাকায় এক মহিলা মিনা কেঁড়ায়’র ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সেই মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসীরা। সোমবার মৃতার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিজেপির রাজ্য নেতৃত্ব ভারতী ঘোষ ও জোতির্ময় সিং মাহাতো। এদিন ঐ পরিবারের সাথে কথা বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। ওই মহিলার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।