বিজেপি সাংসদকে আটকানো হল রাস্তায়, উত্তেজনা শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন: বিজেপি সাংসদের রাস্তা আটকানোকে কেন্দ্র করে মঙ্গলবার আবার উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, যদি তাঁকে ঘরে থাকতেই হয় তাহলে নবদ্বীপের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বাবুও সেখানে গিয়েছিলেন, তাহলে তাঁকেও হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। অভিযোগ, সাংসদ এরপরই স্বাস্থ্যদপ্তরের সেই নির্দেশ না মেনেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। মঙ্গলবার সাংসদ আবার বাড়ি থেকে বের হতেই তার রাস্তা আটকায় শান্তিপুর থানার পুলিশ। আর এর পরই পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পরে অবশ্য জনতার তীব্র বিক্ষোভের মুখে পড়ে শান্তিপুর থানার পুলিশ পিছু হঠতে বাধ্য হন। সাংসদ সস্ত্রীক কল্যাণীর এইমসের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি তাঁর চোখ দেখাতে যাচ্ছিলেন এবং তার স্ত্রীর পায়ের হাড় বেড়ে যাওয়ায় স্ত্রী কেও সঙ্গে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *