বর্ধমানে গোষ্ঠী কোন্দলে ভাঙ্গচুর বিজেপি কার্যালয়, গাড়িতে আগুন, বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, বর্ধমান, ২১ জানুয়ারি: বিজেপির vদলীয় কার্যালয়ে হামলা ও ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধেই। ঘটনার জেরে বেশ কয়েকটা গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির পুরনো দিনের কর্মীদের অভিযোগ, তাদের উপর হামলা চালিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বর্ধমান শহরের বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান শহর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ বেশকিছু বিজেপি কর্মী শহরের জেলা অফিসের সামনে জড়ো হয়ে তাদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানাতে থাকে। ওইসব কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস থেকে কিংবা অন্য কোনও দল থেকে যারা বিজেপিতে যোগদান করেছে তাদের সম্মান দিচ্ছে। অথচ বিজেপির দুর্দিনে পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা ভোটে তারা লড়াই করে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও দল এখন তাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। ফলে যে তৃণমূল কংগ্রেস তাদের অত্যাচার করেছে সেই কর্মীরাই আজ বিজেপিতে এসে তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। তাই প্রতিবাদ জানিয়ে এদিন তারা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের উপরে হামলা চালানো হয় বিজেপি অফিস থেকেই। বিজেপির দলীয় অফিস থেকে ইট পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পালটা বিজেপি কর্মীরাও অফিস লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে।

বিজেপির বর্ধমান জেলার সহ সভাপতি প্রবাল রায় বলেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। বিজেপির দলীয় কোন্দলের প্রসঙ্গ উঠতেই তিনি স্পষ্ট ভাবে জানান, বিভিন্ন দল থেকে বিজেপিতে নিয়মিতভাবে যোগদান পর্ব চলছে। তাই তারা অন্য দলের লোকদের যখন স্বাগত জানাতে পারছেন তখন নিজের দলের লোকদের কথা কেন শুনবেন না। যারা এই ধরনের অভিযোগ তুলছে তারা মিথ্যে কথা বলছে বলে দাবি করেন প্রবাল রায়। তিনি বলেন, যারা মন্দিরের সমান বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালাতে পারে তারা কোনও ভাবেই বিজেপির লোক হতে পারে না। এদিন তারা বিজেপির পতাকা হাতে নিয়ে অফিসে হামলা চালিয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here