অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ জুন: ভারত–চিন সীমান্তে চিনা সৈন্যদের আক্রমণের ফলে ভারতবর্ষের ২০ জন বীর সেনা শহিদ হয়েছেন। এই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শুক্রবার সন্ধ্যায় নয়াগ্রাম মন্ডলের বিজেপির উদ্যোগে বিজেপি কর্মীরা একটি মোমবাতি মিছিল করল। এদিন নয়াগ্রামের খড়িকামাথানী বিজেপির পার্টি অফিস থেকে সিআরপিএফ ক্যাম্প হয়ে খড়িকার তেমাথানি পর্যন্ত মোমবাতি মিছিল করলেন বিজেপি কর্মীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিজেপির মন্ডল সভাপতি মধুসূদন মহালি ও বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা।