পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়ের

আমাদের ভারত, হাওড়া, ৩ জুন: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। বুধবার বিকেলে উলুবেড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়।

এদিন তিনি বলেন, ইতিমধ্যেই হাওড়া গ্রামীণ জেলায় আসা ১৫ হাজার পরিযায়ী শ্রমিককে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখার পাশাপাশি তাদের খাওয়া দাওয়া পানীয় জলের ব্যাবস্থা করা হয়েছে এবং এইসব শ্রমিকদের পরীক্ষার ব্যাবস্থাও করা হচ্ছে। অথচ বিজেপি পরিকল্পিত ভাবে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে কিছু শ্রমিককে উত্তেজিত করে একটা অস্থিরতার সৃষ্টি করছে। যদিও আমরা এবং স্থানীয় প্রশাসন এই ব্যাপারে সচেতন থাকায় বিজেপির এই প্রয়াস সফল হচ্ছে না।

এদিন বিধায়ক পুলক রায় বলেন, রাজ্যের বর্তমান এই পরিস্থিতিতে তৃণমূল এর বিরুদ্ধে আন্দোলন না করলেও আগামীদিনে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলবে। এদিন বিধায়ক দাবি করেন, খুব শীঘ্রই হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গার কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে।

অন্যদিকে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলার কো- অডিনেটর বিধায়ক সমীর পাঁজা অভিযোগ করেন, অপরিকল্পিত ভাবে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় রাজ্যে এত সংক্রমণ। তিনি অভিযোগ করেন, একটু সময় দিয়ে লকডাউন ঘোষণা করলে পরিযায়ী শ্রমিকরা আস্তে আস্তে রাজ্যে ফিরে আসতে পারত। আর সেটা না করে এখন ট্রেনে গাদাগাদি করে শ্রমিকরা ফেরায় সংক্রমণ বাড়ছে। এদিন বিধায়ক সমীর পাঁজা দাবি করেন, যদি পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করত তাহলে শুধু বাংলায় নয় সারা দেশে করোনা সংক্রমণের সংখ্যা এত বাড়ত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *