সমবায় সমিতির দুর্নীতির বিরুদ্ধে হাবড়া থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপির

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: সমবায় সমিতির আর্থিক 
দুর্নীতির বিরুদ্ধে থানা ঘেরাও করে বিক্ষোভ সমিতির গ্রাহক ও 
যুবমোর্চা কর্মীদের। বিক্ষোভ তুলতে যুবমোর্চার 
কর্মীদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে।বুধবার ঘটনাটি ঘটে উত্তর 
২৪ পরগনার হাবড়া থানায়। বিক্ষোভের ফলে হাবড়া
অবরুদ্ধ হয়ে পড়ে। যানজট ছাড়াতে পুলিশ হিমশিম খায়। 

অভিযোগ, তৃণমূল পরিচালিত ওই সমবায়, সাধারণ 
মানুষের আমানত ও ওই 
সমবায়ের জমা অর্থে কয়েক কোটি টাকা গড়মিল।দীর্ঘদিন ধরে গ্রাহকরা জমা করা অর্থ ফেরত পাচ্ছে না।এদিন এর প্রতিবাদে হাবড়ার হাটথুবা থেকে মিছিল করে এসে হাবড়া থানা ঘেরাও করে বিক্ষোভে বসেন ওই 
সমিতির গ্রাহক ও যুবমোর্চার কর্মীরা। পুলিশ অবস্থান বিক্ষোভ তুলতে এলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। 

প্রসঙ্গত, এই সমবায়ের দুর্নীতির অভিযোগে 
একাধিকবার থানা ঘেরাও ও বিডিও অফিস ঘেরাও 
করেছেন গ্রাহকরা। বিজেপির পক্ষ থেকেও 
একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়।এবার যুব মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল করে হাবড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা।পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।

অবস্থান-বিক্ষোভ থেকে 
বিজেপি যুব মোর্চা কর্মীদের ও হাবড়া পৌরমণ্ডলের সভাপতি ভাস্কর দাস বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে 
আমানতকারীদের টাকা 
ফেরত দিতে হবে। এরপরেও পুলিশ প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।   


 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here