করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদে পাশবালিস নিয়ে রাস্তায় শুয়ে উত্তর দিনাজপুরে প্রতিকী আন্দোলনে সামিল বিজেপি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ মে:
করোনাকে পাশবালিশের মতো ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে পাশবালিস নিয়ে রাস্তায় শুয়ে প্রতিকী আন্দোলনে সামিল হলেন বিজেপির উত্তর দিনাজপুরর জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী। বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনের রাস্তায় অনুগামীদের সঙ্গে পাশবালিশ নিয়ে শুয়ে পড়েন বিশ্বজিত বাবু। যদিও এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল নেতা অরিন্দম সরকার।

উল্লেখ্য পঞ্চমদফা লকডাউনে রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকান, বাজার, রেঁস্তোরা, অফিস কাছারি শর্তসাপেক্ষে খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। এর ফলে প্রায় দু’মাস রাস্তাঘাট ফাঁকা থাকলেও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম শিকেয় উঠেছে। এরই মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে জেলায় ফিরতে শুরু করেছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। উত্তর দিনাজপুর জেলা প্রথম দিকে গ্রিন জোনে থাকলেও বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন,”সারা বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানা হচ্ছে না। সাংঘাতিক পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা। অথচ মুখ্যমন্ত্রী করোনা রুখতে পাশবালিশ টিকার নিদান দিচ্ছেন। এর প্রতিবাদেই আজকের এই প্রতিকী আন্দোলন।”

যদিও বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন,”গরুর মল, মূত্র খেয়ে আর প্রচন্ড গরমে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াননি। শুধু রাস্তায় শুয়ে লোক দেখানো নাটক করছে। বাংলার মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় দায়িত্ব নিয়ে কাজ করছেন। বিজেপিকে এসব নিয়ে ভাবতে হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here