পার্থ অর্পিতা ইস্যুতে পুরুলিয়া জেলাজুড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১ আগস্ট: পার্থ অর্পিতা ইস্যুতে পুরুলিয়া জেলাজুড়ে আন্দোলন শুরু করল বিজেপি। একই সঙ্গে “চোর ধরো জেলে ভরো” স্লোগানকে সামনে রেখে কর্মসূচি নিয়েছে পুরুলিয়ার পদ্ম শিবির। তারই অঙ্গ হিসেবে আজ বিকেলে হুড়া ব্লকের লক্ষ্মণপুর অঞ্চলের খৈরীপিহিড়া গ্রামে বিক্ষোভ মিছিল করে। সেখানে অপসারিত তৃণমূল নেতা ও প্রাক্তন শিক্ষা মন্ত্রীর মুখোশ পরে ড্যামি সাজিয়ে তার কোমর ও হাতে দড়ি বেঁধে রাস্তার মাঝে টানতে টানতে নিয়ে যান বিজেপি কর্মীরা। এই নিয়ে স্লোগান তুলে কটাক্ষ করেন তাঁরা। এছাড়া রাজ্য সরকারকে শিক্ষা সহ বিভিন্ন দফতরে নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি নেতারা।

জেলার হুড়া জেড পি ২৩ মন্ডল সাংগঠনিক কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিজেপি জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারির নেতৃত্বে দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি জানান, “দুর্নীতিবাজ তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চোর ধরো জেলে ভরো’ কর্মসূচির মাধ্যমে আমরা গ্রামের মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। শুধু এক জন মন্ত্রীই নন আরও দুর্নীতিগ্রস্ত মন্ত্রী রয়েছেন।”

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানান বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন, “আজ হুড়া, বরাবাজার, নিতুরিয়া ব্লকে চোর ধরো জেলে ভরো কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী কাল পুরুলিয়া ২ ব্লকে এবং ১৯ অগাস্ট পুরুলিয়া শহরে জেলা স্তরের বড় আকারের বিক্ষোভ কর্মসূচি পালন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *