রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ অক্টোবর: রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা, প্রায় পাঁচ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করা এবং করোনা আবহে ৩৫ জন কর্মচারীকে বেআইনিভাবে বদলি করার প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির কার্যকর্তা বরুণ ভট্টাচার্য, প্রদীপ সরকার সহ জেলার শীর্ষ নেতৃত্ব।

অবিলম্বে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনকে অপসারণ ও ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত না শুরু হলে বৃহত্তর আন্দলনে নামার হুমকি দিয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। পাঁচ বছর ধরে থাকা রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে আইনের চোখে একজন অপরাধী তৃণমূল কংগ্রেস নেতা জয়নাল আবেদিনকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছেন। অভিযোগ, এই ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ভারতীয় দন্ডবিধির বেশ কতগুলো মামলা রয়েছে।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির নেতা বরুণ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, রায়গঞ্জের গর্ব এই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এর পাশাপাশি এই ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ব্যাঙ্কের এক শ্রেণির কর্মচারীকে সাথে নিয়ে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ লেনদেন করেছে। করোনা আবহে সকলেই যখন বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন সেই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্যাঙ্কে কর্মচারীদের বেআইনিভাবে বদলি করা হয়েছে। রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে শুক্রবার গোটা উত্তর দিনাজপুর জেলার প্রতিটি শাখায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *