“চীনা দ্রব্য বর্জন করুন, স্বদেশী দ্রব্য গ্রহণ করুন”, এমনই প্ল্যাকার্ড হাতে নিয়ে চীনের প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ জুন: “বয়কট চায়না” স্লোগান তুলে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপির। বুধবার গোবরডাঙ্গা এলাকায় চিনের বিরুদ্ধে “চীনা দ্রব্য বর্জন করুন, স্বদেশী দ্রব্য গ্রহণ করুন”এই আন্দোলন সংঘটিত করে গোবরডাঙ্গা যুব মোর্চা, গোবরডাঙ্গা মহিলা মোর্চা। লাদাখে চীনের সেনাবাহিনীর হামলায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই “বয়কট চায়না” স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হল বলে দাবি বিজেপির। এছাড়া শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরাবতা পালন করেন জেলা নেতৃত্ব।

বুধবার লাদাখে শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রন্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি, জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল সহ বিভিন্ন নেতা কর্মীরা।

কয়েকমাস আগে ভারতের হিন্দুত্ববাদী সঙ্ঘ পরিবার প্রথম এই চীনা পণ্য বয়কটের ডাক দেয়, কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পর এই বয়কটের ডাক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ ভারতীয়দের একাংশ মনে করছেন চীন যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাতে চীনা পণ্য বয়কট করাই তাদের শাস্তি দেওয়ার একমাত্র পথ। ফের লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয়, চীনা সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর সরব হয়েছে বিজেপি। এদিন তাঁরা রাজ পথে নেমে গোবরডাঙ্গা বিজেপি, গোবরডাঙ্গা যুব মোর্চা, গোবরডাঙ্গা মহিলা মোর্চা একসাথে ঐক্যবদ্ধ হয়ে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখায়। এছাড়া প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্বতন্ত্র আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *