রেশনে প্লাস্টিক যুক্ত আটা দেওয়ার অভিযোগে রাস্তায় আটা ফেলে বিক্ষোভ বিজেপির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ মে: রেশনের আটা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ উত্তর দিনাজপুর জেলা বিজেপি কর্যালয়ের সামনের রাস্তায় রেশনের আটা ফেলে দিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতা কর্মীরা। করোনার কারণে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে কাজকর্ম হারিয়ে গৃহবন্দি হয়ে আছে মানুষ। রাজ্য সরকার ঘোষণা করেছে বিনামূল্যে রেশনে আটা দেওয়া হবে। কিন্তু রেশন থেকে বাড়িতে আটা নিয়ে গিয়ে দেখা যাচ্ছে সেগুলো প্লাস্টিক যুক্ত। এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই কারণে আটা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা।

জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, প্লাস্টিক যুক্ত আটা রেশনে দেওয়া হচ্ছে। এই আটা খেলে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। কি করে এই আটা রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে? তার জন্যই জেলা বিজেপি কর্মীরা রাস্তায় আটা ফেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হচ্ছে। পাশাপাশি বিশ্বজিৎবাবু আরও বলেন, এই আটা তৈরীর দায়িত্ব দেওয়া হয়েছিল যে মিলকে সেই মিল সিল করে মিলের মালিককে গ্রেপ্তার করে উপযুক্ত শান্তির দাবি জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *