সরকারি আধিকারিককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে পথে নামল বিজেপি

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি:
সরকারি আধিকারিককে তার দপ্তরের মধ্যে শারীরিকভাবে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষের গ্রেপ্তারের দাবিতে পথে নামল বিজেপি। এদিন এই দাবিতে বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের বিধাননগর মোড়ে ও ইসলামপুর শহরে ধিক্কার সভার পাশাপাশি পথ অবরোধ করা হয়। বিজেপির নেতৃত্ব এদিন এক সাংবাদিক সম্মেলনে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধেও জেলাজুড়ে আন্দোলন শুরু করা হবে। এর পাশাপাশি কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারি সংগঠনের রাজ্য সম্পাদক মলয় মুখার্জি গোটা ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত মানস ঘোষ দাবি করেছেন, গোটা ঘটনা মিটে গিয়েছে। বিজেপি পুরনো ওই ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ এই ধরনের সস্তা রাজনীতিকে প্রাধান্য দেয় না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here