পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মে : চারদিন ধরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতীকি অবস্থান বিক্ষোভের আজ তৃতীয় দিন। ভারতীয় জনতা পার্টির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার জেলা ও মন্ডলের কিষাণ এবং ওবিসি মোর্চার নেতৃত্বে জেলার প্রত্যেক ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়।

পশ্চিমবঙ্গের রাজ‍্য সরকারের রেশন দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্র সরকারের “আয়ুষ্মান ভারত” ও “কিষাণ গরিব কল‍্যাণ নিধি” যোজনা থেকে রাজ‍্যবাসীকে বঞ্চিত করার অভিযোগে এই বিক্ষোভ। কোভিড ১৯ এ মৃতের পরিবারকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে এবং রাজ‍্যবাসীর বিদ‍্যুৎ বিল মুকুবের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ হয়।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় রাজ্য সরকারের অনিহার অভিযোগেও অবস্থান বিক্ষো কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক দূরত্ব এবং কোভিড প্রোটোকল মেনে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিগুলিতে ভারতীয় জনতা পার্টি তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত মন্ডলের কিষাণ এবং ওবিসি মোর্চার নেতারা মন্ডল ক্ষেত্রের ব্লক অফিসে উপস্থিত থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

One thought on “পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ

  1. SUBHABRATA MAITY says:

    Bal gulo sob kaj daj nei social distancing manche na, ar lockdown ommano korche. Sob gulo gadhar bachha ekdom. Situation thik thak hok Tarpor na hoy joto paris andolon koris.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *