দুর্নীতির অভিযোগে খড়দহ পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির

মিলন খামারিয়া
আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ মার্চ: তৃণমূল সরকারের সার্বিক দুর্নীতি সহ বিভিন্ন পৌরসভায় বে-আইনি নিয়োগের অভিযোগে সরব হলেন খড়দহের বিজেপি কর্মীরা। আজ সকালে তারা খড়দহ পৌরসভার সামনে একটি বিক্ষোভ মিছিল করেন।

খড়দহ বিধানসভার অধীন খড়দহ মণ্ডল-১, ২ ও ৩ এর কার্যকর্তা, কর্মীরা এদিন বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। খড়দহ স্টেশন সংলগ্ন সূর্যসেন পূজামন্ডপের সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এবং তা গিয়ে শেষ হয় খড়দহ পৌরসভা ভবনে গিয়ে।

খড়দ ২ নম্বর মন্ডল সভাপতি অরিন্দম ঘোষ বলেন, ” খড়দহ পৌরসভার মানুষের কাছ থেকে ময়লা পরিষ্কার করার জন্য প্রতি বাড়ি থেকে টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনৈতিকভাবে পুকুর ভরাট করা হচ্ছে। প্রোমোটারদের কাছ থেকে মোটা টাকা নিচ্ছে শাসক দলের লোকেরা। সারা রাজ্যের মতো খড়দহতেও শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। এই সার্বিক দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ জানাতেই আজ এই বিক্ষোভ মিছিল।” এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল ১ ও ৩- এর সভাপতি যথাক্রমে প্রবীর মুখার্জি ও তন্ময় গুহ।

এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ড. কল্যাণ চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী বলেন, “প্রশাসন দুর্নীতি মুক্ত করতে চায় ভারতীয় জনতা পার্টি। খড়দহের মানুষের এখন কাজ হল, দুর্নীতিবাজদের অবিলম্বে সরিয়ে প্রশাসনকে স্বচ্ছ করে তোলা। খড়দহের মানুষ এই দুর্নীতিবাজদের সরাতে সংঘবদ্ধভাবে এগিয়ে আসবেন বলে আমি আশাকরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *