
কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ অক্টোবর: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে বিজেপি শনিবার মিছিল করল চন্দ্রকোনাতে। সারাদেশের বিজেপি বিরোধী দলগুলি কৃষি বিলের বিরোধিতায় নেমেছে। বিজেপি কৃষি বিলের সমর্থনে কৃষকদের সমর্থন পেতে এবং কৃষকদের বোঝাতে আন্দোলন শুরু করেছে।
শনিবার চন্দ্রকোনার জয়ন্তীপুর থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত বিজেপি কৃষি আইনের সমর্থনে মিছিল করল। এই মিছিলে কৃষি আইনের সমর্থনে স্লোগান ওঠে। ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য, বিজেপি নেতা তুষার মুখার্জি, জেলা সম্পাদক যাদব সামন্ত এবং ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে সহ অন্যান্য নেতৃত্ব।
কৃষি বিলের ফলে কৃষকরা অনেক বেশি স্বাধীনতা পাবেন। তারা মহাজনের কাছে তাদের দ্রব্য বিক্রি করতে বাধ্য থাকবেন না বলে নেতারা বলেন। এর ফলে দেশে কৃষিজ পণ্য বিপণন অনেক আধুনিক রূপ পাবে।বিরোধী দলগুলি অপপ্রচার করে ভারতবর্ষের কৃষি নীতিকে পেছনে ঠেলে দিতে চাইছে বলে নেতৃত্বরা বলেন। তারা আশা প্রকাশ করেন কৃষকরা তাদের সাথে থাকবেন।