অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ ডিসেম্বর:
আর নয় বেকারত্ব, আর নয় নারীদের উপর অত্যাচার, আর নয় তৃণমূল সরকার, এই স্লোগানকে সামনে রেখে ঝাড়গ্রামে মিছিল করল বিজেপি যুব মোর্চা। ঝাড়গ্রাম শহরের সার্কাস ময়দান থেকে শহরের পাঁচমাথা মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হল আজ। মিছিল শেষে একটি পথসভা হয়। সেই সভামঞ্চে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি তৃণমূলকে ভূত, প্রেত, ডাইনি বলে কটাক্ষ করেন বিজেপি জেলা সভাপতি সুখময় শতপথি। তাঁর দাবি, সময় পাল্টে গেছে তাই মানুষ বিজেপিকে চাইছে। ১০ বছর ধরে তৃণমূলের গুন্ডা বাহিনী যে ভাবে অত্যাচার করছে তার জবাব আমরা দেব। তৃণমূল সরকার যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে তা আমরা জানি।
নাম না করে এদিন শুভেন্দু অধিকারিকে নিয়ে তিনি বলেন, “এক দিন পদ ছাড়ছেন আর এক দিন মন্ত্রিত্ব ছাড়ছেন। যদি ছাড়ার হয় পুরোটাই ছেড়ে বেরিয়ে এসে মানুষের জন্য করুন। সে আপনার মুরোদে কুলচ্ছে না। আপনি জানেন তৃণমূল চোরের দল হয়েছে। তাই কখনও দিল্লি যাচ্ছেন অমিত শাহের সাথে দেখা করছেন। গিয়ে বলছেন আমার জন্য একটা জায়গা আছেতো। আমরা বলেছি যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন, মানুষের জন্য কাজ করবেন তাদের সবার জন্য ভারতীয় জনতা পাটিতে জায়গা আছে”।
ছত্রধর মাহাতকে নিয়ে তিনি বলেন, “ছত্রধর মাহাত নাকি রাজ্য কমিটির সদস্য হয়েছে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের কাজ করছেন। তাকে বলবো দিদিমণি তাকে জেল থেকে কেন বের করলেন তা আপনি বলুন। না হলে সাধারণ মানুষ ক্ষমা করবে না। তিনি আরও বলেন, আমরা বলছি চারটে মাস অপেক্ষা করুন, আপনাদের যা যা ডিমান্ড আছে সব আমরা পূরণ করবো”।