উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, ফের মসনদে বসতে চলেছেন যোগী, বলছে জনমত সমীক্ষা

আমাদের ভারত, ১৭ নভেম্বর: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উন্নয়নের পথ ধরেই আবারও উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাও ও তার সহযোগী পোলস্ট্যাটের সমীক্ষায় উঠে এসেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে ক্ষমতায় ফিরবে পদ্ম শিবির।

হাথরাস, লখিমপুর খেরি, গঙ্গায় করোনার মৃতদেহ ভাসিয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগে বিরোধীরা সরব হলেও সবকিছুকে ছাপিয়ে গিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করবে বিজেপি। বিধানসভার ৪০৩ আসনের মধ্যে কম বেশি ২৩৯ থেকে ২৪৫টি আসনে এগিয়ে রয়েছে পদ্মশিবির। পাঁচ বছর আগে বিজেপির উত্তরপ্রদেশ দখলের অন্যতম হাতিয়ার ছিল মোদীর উন্নয়ন। পাঁচ বছর পরেও একই পথেই হাঁটছে তারা। ওয়াকিবহাল মহলের ধারণা উত্তরপ্রদেশের জয়ের মধ্যে দিয়ে দিল্লি জয়ের পথ মসৃণ করতে চাইছে পদ্ম শিবির।

আইনশৃঙ্খলার অবনতি হোক বা করোনার বিপর্যয় নানা ইস্যুতে যোগী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছে বিরোধীরা। কিন্তু তারপরেও রাজ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের উপরই ভরসা রেখেছেন। অন্যদিকে জনমত সমীক্ষায় ধরা পড়েছে প্রধান বিরোধী হিসেবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উঠে আসতে চলেছে। আর তথৈবচ অবস্থা হবে কংগ্রেসের। অখিলেশের দলের ঝুলিতে পড়তে পারে ১১৯ থেকে ১২৫টি আসন। মায়াবতীর বিএসপি পেতে পারে ২৮ থেকে ৩২টি আসন। সেখানে কংগ্রেসকে খুশি থাকতে হবে মাত্র ৫ থেকে ৮ টি আসন নিয়ে।

২০১৭ তে ৩১২ টি আসন নিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু ২০২২ সালে কি ক্ষমতায় ফিরবে তারা। তা জানতে ৯ হাজার জনমতের উপর ভিত্তি করে এই সমীক্ষা করে সর্বভারতীয় টেলিভিশন সংস্থা টাইমস নাও ও পোলস্ট্যার্ট। সমীক্ষায় দেখা গেছে একমাত্র উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে বিজেপি সরকারকে বিরোধী হাওয়ার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্যে পূর্বাঞ্চলের সবচেয়ে বেশি আসন পেতে পারে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *