
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: নারদার পর ফের স্টিংকান্ডে বিদ্ধ তৃণমূল। এবারও রাজ্যের সব হেভিওয়েট মন্ত্রীদের ঘুষ নেওয়ার ছবি দেখাল রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, উজ্জ্বল বিশ্বাস, স্বপন দেবনাথ, মলয় ঘটক, বিধায়ক স্মিতা বক্সি সহ বিধায়ক অশোক দেব অনৈতিক ভাবে ঘুষ নিচ্ছিলেন। সেই ঘুষ নেওয়ার ছবি রাজ্যের একটি বেসরকারি চ্যানেলে দেখা গিয়েছে। তারপরেই রাজ্যের মন্ত্রীদের সরাসরি পদত্যাগের দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিয়জবর্গীয়। তিনি বলেন, রাজ্যের অভিযুক্ত মন্ত্রীরা যদি পদত্যাগ না করে তাহলে বিজেপি আন্দোলনে নামবে। তার আগে অবশ্য রাজ্য সরকারকে তদন্ত করার জন্য একমাস সময় দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।
তিনি আরও বলেন, স্টিং কান্ডে রাজ্যের পুলিশের তদন্ত নয়, বরং সিবিআইকে দিয়ে তদন্ত করুক রাজ্য সরকার। বিজেপি অফিসে এমন স্টিং কান্ডের ছবি দেখানোর পর অভিযুক্ত মন্ত্রীদের “আমাদের ভারত” ফোন করেছিল। তবে কোনও মন্ত্রী আমাদের ফোন তোলেননি। পাশাপাশি বিজেপির ফুটেজের সত্যতা যাচাই করা রাতারাতি সম্ভব হয়নি আমাদের ভারতের। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই আমরা খবরটা করেছি। ব্যাক্তিগত ভাবে কাউকে ছোট করার ইচ্ছে আমাদের নেই।