বনগাঁয় প্রচারে নামল বিজেপি, ‘দুয়ারে দুয়ারে নয় মানুষের হৃদয়ে যেতে চাই আমরা’

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৮ ডিসেম্বর: বনগাঁ উত্তর পৌর মণ্ডল ও দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে বনগাঁ উত্তর বিধানসভা ও বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাল্লা, গোপালনগর সহ বিভিন্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপি নেতাদের বক্তব্য, মোদীজির কথায় দুয়ারে দুয়ারে নয় মানুষের হৃদয়ে জায়গা করতেই গৃহ সম্পর্ক অভিযান। সম্প্রতি রাজ্য সরকার শুরু করেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে এ বার পথে নামল উত্তর ২৪ পরগনার বিজেপি। তাদের নতুন কর্মসূচির নাম ‘গৃহ সম্পর্ক অভিযান’। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মাধ্যমে তারা জেলার প্রতিটি বুথে পৌঁছে যাবে।

মঙ্গলবার সকাল বিজেপির বারাসত জেলা সাংগঠনিকের সহ সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে বনগাঁ শহরে ২২ নম্বর ওয়ার্ডে ও বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাল্লা, গোপালনগর সহ বিভিন্ন এলাকায় বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয় ‘আর নয় অন্যায়’ লেখা সম্বলিত বিজেপি-র বক্তব্য। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলেই দাবি করেছেন উত্তর ২৪ পরগনার জেলা বিজেপি নেতা স্বপন মজুমদার। তাঁর দাবি, তাদের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিকে নকল করেই মমতার ‘দুয়ারে সরকার’ শুরু হয়েছে। বাংলার মানুষ তৃণমূলকে আর সরকারে রাখবে না, অন্যায়ের এই সরকারকে উৎখাত হতেই হবে বলে দাবি তাঁর।

বিজেপি নেতা দেবদাস মণ্ডল ও স্বপন মজুমদারদের কথায়, তৃণমূল সরকার ও দলের নেতাকর্মীরা গত সাড়ে নয় বছর ধরে এলাকায় এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এছাড়া চাল চুরি, আমফানের টাকা সহ একাধিক দুর্নীতি করেছে এই রাজ্যের মানুষের সঙ্গে। মানুষ আর এই সরকারকে চায় না। ইতিমধ্যে তৃণমূল থেকে অনেক নেতা কর্মীরা বেড়িয়ে গিয়েছে। আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। এছাড়া বনগাঁর যিনি প্রশাসক, তিনি বনগাঁর এক অংশের মানুষের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। মানুষের চোখের জলের দাম দিতেই হবে। যদিও বিজেপি-র এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here