এক দিনে জেলার ২২০০ বুথ সভাপতিকে কিট তুলে দিয়ে পুরুলিয়ায় ভোট যুদ্ধের দামামা বাজাল বিজেপি

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর: ভোটের প্রস্তুতি একটু অন্যরকম ভাবে শুরু করল বিজেপি। প্রতিটি বুথে সংগঠন শক্তিশালী করার মধ্য দিয়ে জনভিত্তি বাড়াতে উদ্যোগী হল তারা। তারই অঙ্গ হিসেবে বুথ সভাপতিকে মর্যাদার সঙ্গে প্রকাশ্যে এনে কর্মী সমর্থক বাড়াতে শুরু করল পদ্ম শিবির।

‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচিতে বিভিন্ন বুথ সভাপতির বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করে তাঁর বাড়িতে নেম প্লেট সাঁটাল বিজেপি। একই সঙ্গে বুথ সভাপতিকে নিয়ে চায়ের আসরে সাংগঠনিক আলোচনা করলেন জেলা নেতারা। আজ থেকে পুরুলিয়া জেলায় এই কর্মসূচি চালু করল বিজেপি।

২৪৯১ বুথের মধ্যে আজকেই ২২০০ বুথে দলীয় এই কর্মসূচি পালন করে বিজেপি। রবিবার বাকি বুথে একইভাবে দলের পতাকা তুলে স্থানীয় সভাপতিকে সন্মান জানিয়ে দলীয় বিশেষ সামগ্রী তুলে দেবে পদ্ম শিবির। আজ দলের বিশেষ কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশ নেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাঘমুন্ডি বিধাসভা এলাকায় দলীয় এই কর্মসূচিতে ছিলেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলার অন্যান্য নেতৃত্ব।

দলীয় এই কর্মসূচি সম্পর্কে জেলা সভাপতি বলেন, “আমাদের দিকে বুথের সেনাপতি হলেন সেখানকার সভাপতি। বুথ শক্তিশালী না হলে লড়াইয়ে সাফল্য আসে না। আর সেই সাফল্যের কারিগর হলেন বুথ সভাপতি। তাই, দলীয়ভাবে সেই সেনাপতিকে বিশেষ কিট তুলে দিয়ে সন্মান জানালাম।”

জেলার রাজনৈতিক মহলের মতে দলীয় এই কর্মসূচির মধ্য দিয়ে প্রকারান্তরে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বুথ স্তর থেকে দামামা বাজাল বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here