তৃণমূলকে পলিটিক্যাল ভ্যাকসিন দেওয়ার কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ২ জানুয়ারি:
তৃণমূলকে পলিটিক্যাল ভ্যাকসিন দেওয়ার কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার নিউ টাউনে ইকো পার্কে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই ভাষাতেই হুংকার ছাড়লেন তিনি। এর আগেও রাজ্যের শাসক দলের প্রতি হুঙ্কার ছোড়ে ছিলেন তিনি। মারের বদলা পাল্টা মার দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আর এবার রাজ্যের শাসক দলকে নাম না করে পলিটিক্যাল ভ্যাকসিন দেওয়ার কথা বলে ফের বিতর্ক তৈরি করলেন।

এদিন, রাজ্যে করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। তার উত্তরে বলেন, ভ্যাকসিন সম্পর্কে আমি কিছু জানি না। ভ্যাকসিনের ব্যাপারে আমার কিছু বলা সম্ভব নয়, কারণ আমি চিকিৎসক নই। তবে পলিটিক্যাল ভ্যাকসিন আমি দিতে পারি। এরপর এই ভ্যাকসিন নিয়ে ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ভ্যাকসিন চালু হচ্ছে এটা আমাদের কাছে সুখবর। ভ্যাকসিন চালু হলে বহু মানুষের মন থেকে আতঙ্ক দূর হবে। সেইসঙ্গে করোনার হাত থেকে গোটা মানবজাতির মুক্ত হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here