হাসপাতাল থেকে রোগী ফেরানো নিয়ে তোপ বিজেপির রাজ্য সভাপতির

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৮ জানুয়ারি: সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সময়ে ঝামেলা হয়েছে। রোগী না ফেরাতে বহু নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আর এ নিয়েই শনিবার তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

কিন্তু কেন সুকান্তবাবু মন্তব্য করলেন? বৃহস্পতিবার দুপুরে গড়িয়ার কালীপদ মণ্ডলের পশ্চাৎদেশ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাঁর বাড়ির লোকেরা প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে, সেখানে কাজ না হওয়ায় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটির কোনও জায়গায় পরিষেবা না পাওয়ায় রোগীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ক’দিন বাদে আসতে বলা হয় রোগীকে। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে।

শনিবার একটি ইংরেজি দৈনিকের শহর পাতায় খবরটি প্রকাশিত হয়েছে। সেটিকে যুক্ত করে সুকান্তবাবু টুইট করেছেন, “এই ধরনের রিপোর্ট খুব অস্বস্তিকর। সংকটাপন্ন হওয়া সত্ত্বেও কালিপদ নস্করকে দুটি সরকারি হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করা হয়েছিল। তৃতীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে তাঁকে কয়েকদিন পর আসতে বলা হয়। কারণ শল্যবিদ পাওয়া যাচ্ছে না। দুর্নীতিবাজ ও অদক্ষ স্বাস্থ্য বিভাগ বন্ধ করতে হবে।

কয়েকটি প্রশ্ন জাগে: এক, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের অনুপস্থিতি কেন পর্যবেক্ষণ করা হয় না? ২) সেখানে স্বাস্থ্য অধিদফতরের রোগীদের অন্যত্র পাঠানো এবং বিছানার প্রাপ্যতা সম্পর্কে উল্লেখ রয়েছে এমন একটি ডিজিটাল ড্যাশবোর্ড রাখতে কী বাধা? কেন জরুরি বিভাগ এত সংবেদনশীল?”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here