দিলীপ ঘোষের সামনেই নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,
২ জানুয়ারি: সিএএ’র সমর্থনে সাংগাঠনিক আইন কর্মশালায় এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন নদিয়ার রানাঘাট নজরুল মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতিতে যখন পেক্ষাগৃহে আলোচনা হচ্ছে, সেই সময় রানাঘাট দক্ষিণ জেলার ৩৪, ৩৫ ও ৩৭ নম্বর জেড পির মন্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে গন্ডগোলে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে উপস্থিত নেতৃত্বের হস্তক্ষেপে অবস্থা স্বাভাবিক হয়।

মন্ডল সভাপতির পদ খোয়ানো সমর্থকদের অভিযোগ, ভালো ফল করা সত্বেও কেন এই পরিবর্তন। এ বিষয়ে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, কিছু একটা সমস্যা আছে কথা বলে মেটাতে হবে।পাশাপাশি এদিন প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এবার নতুন নয়, এর আগেও হয়েছে। ওদের কমিটি আছে, রাজনীতি না করে কোথায় সমস্যা হচ্ছে জেনে তার সমাধান করলে বাংলার মুখ রক্ষা হবে।

অন্যদিকে সিএএ ও এনআরসি’র প্রতিবাদে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন, কলকাতায় মিছিল লোকে দেখেছে, ওর থেকে বেশী লোক আমাদের জেলার রোড শোতে দেখা যায়, আর উত্তরবঙ্গে তো সবাই ওদের রিজেক্ট করে বিজেপিকে জিতিয়েছে। সেখানে কি হবে সে বোঝাই যাচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here