আমফান দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও বিজেপির

আমাদের ভারত, হাওড়া, ৯ আগস্ট: আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় নিজের প্রভাব খাটিয়ে স্বামী ও আত্মীয়দের নাম তালিকাভুক্ত করার প্রতিবাদে রবিবার উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির কাঁটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। রবিবার শতাধিক বিজেপি কর্মী উলুবেড়িয়ার মল্লিকপোল থেকে মিছিল করে প্রধানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে তারা বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও এদিন প্রধান বাড়িতে না থাকায় পরে বিজেপি কর্মীরা চলে আসে।

ঘটনা সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা শাখার সহ-সভাপতি রমেশ সাঁধুখা অভিযোগ করে আমফানের ঘূর্ণিঝড়ের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে কাঁটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা মাল তার প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে ক্ষতিপূরণের টাকা নেওয়া ছাড়াও বেশ কয়েকজন আত্মীয়ের নামে টাকা তুলেছে। বিজেপি নেতার অভিযোগ, ঘূর্ণিঝড়ে আসল ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা না পেয়ে যদের ক্ষতি হয়নি তারা টাকা পেয়েছে আর এই জন্যই বিজেপির এই আন্দোলন। অবিলম্বে আসল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান রমেশ সাঁধুখা।

অন্যদিকে দুর্নীতি প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে একটা সমস্যা হয়েছিল।পরবর্তী পর্যায়ে নতুন করে আবেদন নেওয়া হয়েছে এবং সেইমত আবেদনপত্র যাচাই করে নতুন তালিকা প্রস্তুত করা হচ্ছে। বিজেপি অহেতুক এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বলে দাবি করেন শেখ ইলিয়াস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here