‘ভোট পরবর্তী হিংসা’য় মৃত কর্মীদের পরিবারদের নিয়ে হাজরা মোড়ে বিক্ষোভে বিজেপি, ধুন্ধুমার

রাজেন রায়, কলকাতা, ২৫ সেপ্টেম্বর: ভবানীপুর উপ নির্বাচনের আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য প্রশাসনকে জোরদার অস্বস্তিতে ফেলতে চাইছে বিজেপি। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের কাছ থেকে সিবিআই তদন্ত আদায় করতে পেরেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর এবার ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব। যে বিক্ষোভ সামলাতে রীতিমতো বেগ পেতে হল পুলিশকে।

শনিবার দুপুরে হাজরা মোড়ে জড়ো হন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং, সুকান্ত মজুমদার ও দলের নেতা কর্মীরা। সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা। হাজরা থেকেই রাজ্য প্রশাসনকে নিশানা করে একের পর এক তোপ দাগলেন বিজেপি নেতৃত্ব।

একুশের নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন। প্রাণহানির ঘটনাও ঘটেছিল। ভোটের পরও রাজ্যজুড়ে অশান্তি চলছে বলেই বারবার দাবি করেছে বিজেপি। তাঁদের একাধিক কর্মীকে খুনের অভিযোগও করেছেন। গত সপ্তাহেই মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মানস সাহা।

গেরুয়া শিবিরের দাবি ছিল, ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কালীঘাটে। দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির নেতারা। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি-সহ অন্যান্যরা। আর এবার একজোটে সমস্ত শহিদ পরিবারগুলোরকে সঙ্গে নিয়ে আসে বিজেপি জানান দিল, রাজনৈতিক জমির লড়াই তারা ছাড়ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *