এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ, উত্তেজনা মেদিনীপুরের ছেরুয়াতে

আমাদের ভারত, মেদিনীপুর, ২০ নভেম্বর: মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়াতে এলাকা দখলের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কয়েকজন বিজেপি কর্মীকে আক্রমণ করার এবং তাদের দোকান ও বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ছেরুয়া বুথ কমিটির সদস্য আজবার সরদার জানিয়েছেন, সভা থেকে বাড়ি যাওয়ার সময় তৃণমূল কর্মীরা আচমকাই বিজেপি কর্মীদের উপর অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। বাহার খান নামে এক সদস্যকে টাঙ্গি দিয়ে মাথায় আঘাত করা হয়। মারধর করা হয় অন্যান্য সদস্যদের। রক্তাক্ত অবস্থায় বাহার খানকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই সময় পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ। গতকাল রাতের পর আজ বুধবার এলাকা দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, পুলিশের উপস্থিতিতে বোমা গুলি  চলেছে। ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে বিজেপি কর্মীদের দোকান ও বাড়িতে।

সদর ব্লকের ছেড়ুয়াতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক অরূপ দাস জানিয়েছেন, ছেড়ুয়া এলাকাটি বিজেপি প্রভাবিত হওয়ায় তৃণমূল ওই এলাকা দখলের জন্য বোমাবাজি  করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। ভাঙ্গচুর ও লুটপাট করেছে কর্মীদের বাড়ি ও দোকান। ওই এলাকায় বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here